টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে আর মাত্র ২৮ রান দূরে দাঁড়িয়ে আছেন লিটন দাস। এমন গুরুত্বপূর্ণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছেন বাংলাদেশ অধিনায়ক লিটন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০০৬ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে তার সংগ্রহ ২ হাজার ৫৫১ রান।

অন্যদিকে, ২০১৫ সালে অভিষেক হওয়া লিটন দাস খেলেছেন ১১২ ম্যাচের ১১০ ইনিংস, যেখানে তার রান ২ হাজার ৫২৪। সাকিবকে টপকে যেতে প্রয়োজন আরও মাত্র ২৮ রান।

ব্যাট হাতে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন লিটন। শেষ পাঁচ ইনিংসের মধ্যে তিনটিতেই হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিকও হয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।

গেল মাসে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৩ রানের দারুণ ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরি তুলে নেন লিটন, যা সাকিবের ১৩ হাফ-সেঞ্চুরির রেকর্ডকে ছাড়িয়ে যায়।

এছাড়া চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন লিটন। এ ক্ষেত্রে তিনি মাহমুদউল্লাহ রিয়াদকে পেছনে ফেলেছেন। ১৪১ ম্যাচে মাহমুদউল্লাহর ছক্কা ৭৭টি, আর লিটন ১১২ ম্যাচেই মেরেছেন ৭৮টি ছক্কা।

Share.
Leave A Reply

Exit mobile version