কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের চৌরঙ্গী বাজারে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, রাতে ব্যাংকের নৈশপ্রহরী ইসমাইল শেখ ভেতরেই অবস্থান করছিলেন। ভোরে ফজরের আজান চলাকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাইরে থেকে বন্ধ জানালার ছোট ছিদ্র দিয়ে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠতেই নৈশপ্রহরী চিৎকার শুরু করেন। তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

সরেজমিনে দেখা যায়, চৌরঙ্গী বাজারে ব্যাংকের সামনে পুলিশ টহল দিচ্ছে। শাখাটি আপাতত বন্ধ রাখা হয়েছে। ভবনের একটি জানালায় পেট্রল ও আগুনের পোড়ার চিহ্ন এবং গন্ধ এখনো রয়ে গেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

গ্রামীণ ব্যাংকের পান্টি শাখার ব্যবস্থাপক মো. শাহজালাল বলেন, “নাইটগার্ড ভেতরেই ছিলেন। হঠাৎ ভোরে জানালায় পেট্রল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি পেট্রলের বোতল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share.
Leave A Reply

Exit mobile version