বিনোদন ডেস্ক

ফ্যাশন মডেল হিসেবে নায়লা নাঈম তুমুলভাবে আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে। সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন তিনি। শোবিজে নায়লার গুরুত্ব বেড়ে যায়। কাজের পরিধিও বাড়তে থাকে তার।বিজ্ঞাপন, গানের মডেল, নাটক – সবই চলতে থাকে সমানতালে।

গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে শোবিজে অভিষেক ঘটে নায়লা নাঈমের। এরপর পোশাকের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেন।

তন্ময় তানসেন পরিচালিত রানআউট নামের একটি চলচ্চিত্রে  একটি আইটেম গানে অংশ নেওয়ার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক নায়লা নাঈমের। পরে তিনি কাজী হায়াত পরিচালিত ‘মারুফ টাকা ধরে না’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তার গুরুত্ব চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু করোনা পরবর্তী সময়ে আলোচিত এই মডেলকে সেভাবে আর দেখা যায়নি।

জানা গেছে, তিনি নিজের ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করে ফেলেছেন। তবে যে ভেরিফায়েড পেজের মাধ্যমে আলোচনায় ছিলেন, সেটি এখনো একই নামে আছে। কিন্তু তার টাইমলাইন ধরে এগোলে দেখা যাবে কোনো মডেলের ফেসবুক পেজ নয়, যেন শৌখিন কোনো ব্যক্তি চালান এটি।

নায়লা নাঈম জানালেন, ব্যক্তিগত ঝামেলায় শোবিজ দুনিয়া থেকে সরে আছেন। একেবারে পারিবারিক কিছু জটিলতার কারণে নেই অন্তরাল।

অন্তরালে অন্তর্ধান কত দিন চলবে – এমন প্রশ্নে নায়লা বলেন, কই, আমি তো হারাইনি। আপনি কি আমাকে পাননি ? নায়লা নাঈমকে ঠিকই খুঁজে পাওয়া যায়, তবে আগে যেভাবে পাওয়া যেতো সেভাবে নয়। চলমান ব্যস্ততা নিয়ে তিনি বলেন, আমি এখন চেম্বার নিয়ে ব্যস্ত। সবার নিশ্চয়ই মনে আছে আমি একজন দন্তচিকিৎসক। আগে খিলগাঁওয়ে আমার নিজের চেম্বার ছিল, এখন বনশ্রীতেও একটি চেম্বারে বসি। বুঝতেই পারছেন আমার ব্যস্ততা কোন দিকে বেড়েছে।

কথায় কথায় নায়লা নাঈম জানান, ক্যামেরার সামনে থেকে সরে রোগীর দিকে মনোযোগ বাড়লেও কমেনি কুকুর – বিড়ালদের প্রতি মনোযোগ। তিনি আফতাবনগরের যে ফ্ল্যাটে থাকতেন, সেখানে অন্য ভাড়াটে বা ফ্ল্যাট মালিকরা নায়লা’র সঙ্গে প্রায়ই ঝামেলা করতেন। কেননা অনেক বিড়াল পুষতেন তিনি। আফতাবনগরের সব কুকুরকে খাওয়াতেন নায়লা। খাওয়াতেন বলা হচ্ছে এ কারণেই যে, তিনি এখন চলে গেছেন বনশ্রীতে। তাই বলে কুকুর – বিড়ালদের খাওয়ানো বা রেসকিউ করা এখনো থেমে যায়নি। আফতাবনগরে অন্য একজনকে দায়িত্ব দিয়েছেন, আর তিনি বনশ্রী, খিলগাঁও এলাকায়। নায়লা বলেন, ওরা তো আমার স্বজন, কুকুর – বিড়ালদের কাছ থেকে দূরে সরে যাওয়ার উপায় নেই।

শোবিজে ফেরা প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, শীঘ্রি ফেরা হচ্ছে না। কিংবা নায়লা নাঈম নিজেও বলতে পারছেন না। ফিরে গেলেন শুরুর কথায়। বললেন, প্রথমেই বললাম, পারিবারিক কিছু জটিলতা চলছে। সেসবের পর দেখা যাক। সমসাময়িক এসব বিষয়ে কথা বললেও নায়লা নাঈম বিয়ে প্রসঙ্গটি কৌশলে এড়িয়ে গেলেন।

Share.
Leave A Reply

Exit mobile version