বলিউডে স্পাই সিরিজে জনপ্রিয়তা তৈরি হয়েছে বহুদিন ধরেই। আর তাই নামী তারকাদের হাত ধরে একের পর এক গুপ্তচর বৃত্তি ও সেই দুনিয়াকে তুলে ধরছে একাধিক নামী প্রযোজনা সংস্থা। 

যশ রাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি বলিউডের সাম্প্রতিক ব্লকবাস্টার স্পাই ফিল্ম হল ‘পাঠান’, ‘ওয়ার’। এবার আদিত্য চোপড়া আনতে চলেছেন ‘পাঠান-২’ ও ‘ওয়ার ২’।

খবরটা পুরোনো হলেও এখন জানা যাচ্ছে, এই দুই ছবির চিত্রনাট্যে নাকি বড়সড় বদল ঘটতে চলেছে।

‘পাঠান’ ও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির মূল বিষয়ই হল ‘র’ ও ‘আইএসআই’। বৃহত্তর স্বার্থে ভারত ও পাকিস্তানের এই দুই গুপ্তচর সংস্থা একসঙ্গে কাজ করেছে এমনটাই দেখানো হয়েছিল ছবিগুলোতে।

তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। আর তাই তাদের ছবির চিত্রনাট্যে বদল আনার সিদ্ধান্ত নিয়েছেন আদিত্য চোপড়া।

সম্প্রতি বলিউড সূত্রে এমনটাই জানা যাচ্ছে। পাঠান-২ ওয়ার-২ র সঙ্গে বদলাচ্ছে আলফা-র চিত্রনাট্য।

ইতোমধ্যেই চিত্রনাট্যকার শ্রীধর রাঘবনকে ‘পাঠান-২’র চিত্রনাট্য নতুন করে লিখতে বলা হয়েছে।

এদিকে সমস্যা মূলত বেঁধেছে ওয়ার-২ নিয়ে। তবে ছবির যে অংশগুলি নিয়ে সমস্যা তৈরি হতে পারে সেগুলো নিয়ে নতুনভাবে ভাবনাচিন্তা শুরু করেছেন প্রযোজক আদিত্য চোপড়া। শেষমুহূর্তে বদলে সেই ছবির চিত্রনাট্যও বদলে যাচ্ছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত ‘পাঠান’-এর চিত্রনাট্য আইএসআই এজেন্ট রুবাই-এর চরিত্রে দেখা মিলেছিল দীপিকা পাড়ুকোনের। আর ‘র’ এজেন্ট পাঠানের ভূমিকায় দেখা গিয়েছিল কিং খান শাহরুখকে। তারা একে অপরের প্রেমে পড়েন।

একই ভাবে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির ছবিগুলোতে সেই একই সমস্যা। সেখানেও পাকিস্তানি গুপ্তচর ‘জোয়া’ ক্য়াটরিনা কাইফের সঙ্গে সলমন খানের প্রেম দেখানো হয়।

এই বিষয়গুলি নিয়েই সমস্যা তৈরি হতে পারে বলেই মনে করছে প্রযোজনা সংস্থা। আর তাই গুপ্তচর বিশ্বের এই ছবিগুলির আগামী পার্টের চিত্রনাট্যে একটা বড়সড় বদল আনতে চলেছেন তারা।

Share.
Leave A Reply

Exit mobile version