বিনোদন ডেস্ক :

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক সিনেমা ‘লাকি: নো টাইম ফর লাভ’–এর শুটিংয়ের সময়কার একটি মজার ঘটনা সম্প্রতি স্মরণ করলেন পরিচালক জুটি রাধিকা রাও ও বিনয় সাপরু।
হিন্দি রাশ ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা জানান, শুটিং চলাকালীন সালমান খান একটি জমকালো পার্টির আয়োজন করেন, যেখানে রাশিয়ার একটি টেকনিক্যাল টিমকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।
পরিচালকরা আগে থেকেই সেই টিমকে সতর্ক করে বলেছিলেন, “সকালবেলা শুটিং আছে—তাই যদি ঠিকমতো পৌঁছাতে চাও, তবে এই পার্টিতে যেয়ো না। এটা কিন্তু সালমান খানের পার্টি, সহজ কিছু নয়!”
কিন্তু রুশ কর্মীরা মানতে নারাজ ছিলেন। বলেন, “আমরা রাশিয়ান। আমাদের মদ খাওয়ায় কেউ হারাতে পারবে না।” সেই আত্মবিশ্বাস নিয়ে তারা হাজির হন পার্টিতে।
শুরু হয় টানা ভদকা খাওয়ার লড়াই। রাতভর চলতে থাকে মদ্যপান। তাঁরা প্রমাণ করতে চাইছিলেন, রাশিয়ানদের মতো মদ্যপান কেউ পারে না। কয়েকঘণ্টার মধ্যেই তাদের মাথা ঘুরতে থাকে।রাধিকা বলেন, ‘কিছু লোক সিঁড়ি দিয়ে গড়িয়ে নামছিলেন, কেউ আবার ওখানেই মাটিয়ে লুটিয়ে পড়েছিলেন। পরের দিন যখন তাঁরা সেটে এলেন, মাথা ধরে বেশিরভাগ শুয়ে রইলেন। রাশিয়ানরা অত্যন্ত পেশাদার। তাই শুটিং বন্ধ থাকবে এইরকম একটা কারণে, এটা মেনে নিতে পারেননি।অথচ সালমান একদম সময়মতো শুটিং সেটে হাজির, পুরোপুরি ফিট আর একেবারে ফুরফুরে। রুশ কর্মীরা নিজেরাই স্বীকার করেন, ‘তার শরীরে একটুও হ্যাংওভার ছিল না। আমরা সবাই নাস্তানাবুদ, আর উনি ছিলেন একদম ফুরফুরে মেজাজে। সত্যিই কথা বলে সালমানকে দেখে সবাই বেশ অবাকও হয়েছিল সেদিন সকালে।’
প্রসঙ্গত, ২০০৫ সালে ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবিটি মুক্তি পায়। যেখানে সালমান খানের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী স্নেহা উল্লালকেও। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন অভিনেত্রী। সালমান করেছিলেন আদিত্যর চরিত্রে অভিনয়।
Share.
Leave A Reply

Exit mobile version