বিনোদন ডেস্ক :

তিনি মাত্র ছয় বছর বয়সেই প্রেমে পড়েন। তবে কোনো মানব শিশুর সঙ্গে নয়, অভিনয়ের প্রেমে পড়েন তিনি। অভিনয় করার ইচ্ছা থাকলেও পরে গান শেখাকেই প্রাধান্য দেন। ১৫ বছরেই পপ গায়িকা হিসেবে আলোচনায় আসেন। অবশ্য একটা পর্যায়ে অভিনয়ের টানে গানের পাশাপাশি টানা অভিনয় করে গিয়েছেন। জনপ্রিয় এই গায়িকা – অভিনেত্রী ম্যান্ডি মুর। আজ ১০ এপ্রিল তার জন্মদিন। ১৯৮৪ সালের এই দিনে তার জন্ম। জন্মদিনে তার  জানা – অজানা কথা নিয়েই এই প্রতিবেদন।

জানা যায়, ম্যান্ডি মুরের গানের ক্যারিয়ার শুরু হয় ১৯৯৯ সালে। ওই বছরেই ‘ক্যান্ডি’ শিরোনামের গান বিলবোর্ডে জায়গা করে নেয়। পরে সেটি এতটাই জনপ্রিয়তা পান যে নিজের নামেই অ্যালবাম বের করেন। যদিও গান পছন্দ করলেও তিনি পছন্দ করতেন লেখালেখি করতে। একসময় সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল তার। তাই তো ম্যান্ডি ক্যারিয়ার শুরু করেছিলেন প্রতিবেদক হিসেবে।

গানের জনপ্রিয়তা তাকে একসময় অভিনয়ে টানে। তবে খুব বেশি দেরিতে নয়। প্রায় একই সময়ে তিনি চলচ্চিত্র অভিনয়েও নাম লেখান। ২০০০ সালে তিনি ‘দ্য প্রিন্সেস ডায়েরি’ চলচ্চিত্রে অভিনয় করেন। মিউজিক ভিডিও দিয়ে আলাদা জনপ্রিয়তা পেলেও চলচ্চিত্রে নাম লেখানোর পর তার আলাদা ভক্ত তৈরি হয়। নানা কারণে আলোচনায় আসেন। ২০০২ সাল থেকে তিনি টানা প্রায় ১০ বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সাময়িকীতে সেরা আবেদনময়ী তারকার তালিকায় জায়গা করে নিতেন।

জানা যায়, প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিনের তালিকায় তরুণ তারকাদের মধ্যে ২০০৭ সালে আয়ে শীর্ষ ২০ এ জায়গা পেয়েছিলেন মুর। তার ক্যারিয়ারে জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আ ওয়াক টু রিমেম্বার’ ও সিরিজ ‘লেট আস টু’। তারপরও নিয়মিত অডিশন দিতে হয় এই অভিনেত্রীকে। তিনি অডিশন দিয়েই কাজ করতে পছন্দ করেন।

দাম্পত্য জীবনে ম্যান্ডি মুর এক সংগীত প্রযোজককে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী ও গায়িকা। সেই বিয়ে বেশি দিন টেকেনি। তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর তিনি বলেছিলেন, মানুষ চিনতে ভুল করেছেন। এটাই তাকে দীর্ঘ সময় অস্বস্তিতে রেখেছিল।

Share.
Leave A Reply

Exit mobile version