ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ।
মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর ঝাপুয়ায় আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসার দুই দশকপূর্তি ও ‘আল-ঈমান স্মারক-২’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. খালিদ হোসেন বলেন, আমরা অনেক কিছু পেয়েছি, তবে প্রত্যাশার তুলনায় কম। তিনি চুরি, দুর্নীতি ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিহার করে চরিত্রবান মানুষ হওয়ার আহ্বান জানান।
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মহান মুক্তিযুদ্ধেও নারীরা অসামান্য অবদান রেখেছেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. মুহাম্মদ রশীদ জাহেদ। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল হাশেম, মহেশখালী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার আবু জাফর মজুমদারসহ অন্যান্যরা।
পরবর্তীতে ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদীঘিতে নির্মাণাধীন ইসলামিক মিশন সেন্টার পরিদর্শন করেন।



