আইপিএল নিলামের প্রথম দিনেই চড়া দামে দল পেয়েছেন অভিষিক্ত লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। তাকে দলে নিতে নিলামের টেবিলে ত্রিমুখী লড়াইয়ে নামে লখনৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ১৮ কোটি রুপিতে পাথিরানাকে নিজেদের দলে ভেড়ায় কলকাতা।
নিলামের শুরুতেই নাম ওঠে অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্ক-এর। তবে তার প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। নিলামের প্রথম ক্রিকেটার হিসেবে দল পান দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলার। তাকে ২ কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
নিলামের আগে থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তাকে দলে নিতে শুরুতে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। পরে লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস। তীব্র প্রতিযোগিতার পর শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে দলে ভেড়ায় কলকাতা।
অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে ইংলিশ পেসার গাস আটকিনসন, কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও দক্ষিণ আফ্রিকার উইয়ান মোল্ডার অবিক্রিত থাকেন। তবে শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গা ২ কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দেন। এছাড়া ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কেটেশ আইয়ার ৭ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-তে পাড়ি জমান।
অভিষিক্ত উইকেটকিপারদের সেটে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক-কে ১ কোটিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ইংল্যান্ডের বেন ডাকেট ২ কোটিতে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে এবং নিউ জিল্যান্ডের ফিন অ্যালেন ২ কোটিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে দল পাননি আফগান উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজ, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও জেমি স্মিথ।



