শুক্রবার, আগস্ট ১

সময় সমাচার ডেস্ক :

গুলশানের পর এবার মিরপুর-১০ ও ফার্মগেটের ইন্দিরা রোডকে ব্যাটারিচালিত রিকশামুক্ত ঘোষণা করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একইসঙ্গে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ ও রাস্তার ট্রাক পার্কিং নিষিদ্ধ করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের হাইক্কার খালে (কাটাসুর) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “মিরপুর-১০ ও ফার্মগেট ইন্দিরা রোড সম্পূর্ণরূপে ফুটপাত হকার ও ব্যাটারিচালিত রিকশা (টেসলা) মুক্ত করা হবে। দিনে ও রাতে অভিযান চালানো হবে।”

প্রশাসক আরও জানান, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য কাজ চলছে এবং আগামী কোরবানির ঈদের আগেই একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর আশা প্রকাশ করেন।

উচ্ছেদ অভিযান সম্পর্কে তিনি বলেন, “অবৈধ দখলের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। বাড়ি তিনতলা হোক বা দশতলা, একে একে সব ভেঙে দেওয়া হবে। খাল উদ্ধার, ফুটপাত মুক্ত করা, এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখাই আমাদের লক্ষ্য।”

হাইক্কার খালের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “খালে বালু ফেলে ভরাট করা হয়েছিল, অনেকে স্থাপনা গড়েছে। যৌথ সার্ভে শেষে দেখা যায় একটি দোতলা, একটি তিনতলা বাড়ি, মসজিদের একাংশ এবং কিছু টিনশেড ঘর খালের সীমানায় পড়েছে। তারা স্বেচ্ছায় ভাঙেনি, তাই আজ ডিএনসিসির পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”

প্রশাসক জানান, খাল খননের মাধ্যমে লাউতলা খালের সাথে সংযোগ স্থাপন করা হবে, যাতে বর্ষার পানি ও বন্যার পানি সহজে প্রবাহিত হয়ে তুরাগে পৌঁছাতে পারে।

ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরের দখল ও অনিয়মের বিরুদ্ধে এমন অভিযান আরও চলবে এবং উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কোন ছাড় দেওয়া হবে না।

Share.
Leave A Reply

Exit mobile version