ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার, রাজধানীর বসুন্ধরায় করপোরেট অফিসসহ দেশব্যাপী ওয়ালটনের সার্ভিস সেন্টার, প্লাজা ও পরিবেশক শোরুমগুলোতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এস এম নজরুল ইসলাম ২০১৭ সালের ১৭ ডিসেম্বর ৯৩ বছর বয়সে ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি ছিলেন অত্যন্ত সফল ও দূরদর্শী উদ্যোক্তা। শুরুতে তিনি বাবা এস এম আতাহার আলী তালুকদারের সঙ্গে ব্যবসায় যুক্ত থাকলেও স্বাধীনতার পর নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেন।

বাংলাদেশে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং ডিজিটাল ডিভাইস উৎপাদন শিল্পের পথিকৃৎ হিসেবে তিনি ব্যাপকভাবে পরিচিত। ১৯৭৭ সালে তিনি ‘রেজভী অ্যান্ড ব্রাদার্স’ বা আরবি গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী সময়ে ওয়ালটন গ্রুপ নামে পরিচিতি লাভ করে। ২০০৮ সালে গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় ওয়ালটন পণ্যের উৎপাদন কার্যক্রম শুরু হয়।

Share.
Leave A Reply

Exit mobile version