সময় সমাচার ডেস্ক :
বিশিষ্ট কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌমিত্র দেব আর নেই। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর খিলগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সাংবাদিক মুস্তফা সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে সৌমিত্র দেবের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে সৌমিত্র দেব দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি অনলাইন নিউজ পোর্টাল রেডটাইমস ডটকম ডটবিডির প্রধান সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন সৌমিত্র দেব। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন তিনি। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (PIB) থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।
সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতির ভুবনে তার অবদান অনস্বীকার্য। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত এই কবির প্রকাশিত গ্রন্থসংখ্যা ৪১টি। তার জনপ্রিয় কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘শময়িতাদের বাড়ি’। পাশাপাশি তিনি লোকসাহিত্য গবেষণাতেও বিশেষ খ্যাতি অর্জন করেন, বিশেষ করে ‘মরমি কবি হাছন রাজা ও তার জীবন দর্শন’ বইটির জন্য।
সৌমিত্র দেব চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসিত হন। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ও ‘ডাকঘর’ চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয় স্পর্শ করে।
তার মৃত্যুতে দেশের সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তার প্রতি গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা জানানো হয়েছে।