জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি নতুন বিভাগ গঠনের লক্ষ্যে যে অধ্যাদেশ জারি হয়েছিল, সেটি ৩১ জুলাইয়ের (আজ) মধ্যে সংশোধন হচ্ছে না।

সম্প্রতি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংশোধনের জন্য আরও সময় লাগবে, তবে সংশোধন করা হবে।

অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ১২ মে এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনের উদ্দেশ্যে একটি অধ্যাদেশ জারি করে। এরপর থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা আন্দোলনে নামেন। আন্দোলনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় ২৫ মে জানায়, ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধন আনা হবে। এর ধারাবাহিকতায় সরকার ২৯ জুন পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করে।

জানা গেছে, এনবিআরের আয়কর ক্যাডারদের সংগঠন বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এবং কাস্টমস ও ভ্যাট ক্যাডারদের সংগঠন বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশন পৃথকভাবে কমিটিকে প্রস্তাবনা দিয়েছে। উপদেষ্টা কমিটির তিন সদস্য ইতোমধ্যে কমলাপুর আইসিডি পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, এনবিআর কর্মকর্তাদের স্বার্থ অক্ষুণ্ন রাখার লক্ষ্যে প্রস্তাবনায় বিস্তারিত বলা হয়েছে। কর্মকর্তাদের ক্যারিয়ারে যেন ব্যাঘাত না ঘটে, সে বিষয়েও সুপারিশ করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান সমকালকে বলেন, “অধ্যাদেশ সংশোধন হবেই, তবে তা ৩১ জুলাইয়ের আগে হচ্ছে না। সংশ্লিষ্ট সবার মতামত নিচ্ছে উপদেষ্টা কমিটি। তাই সময় লাগছে।”

বর্তমানে এনবিআর একই সঙ্গে রাজস্বনীতি প্রণয়ন ও রাজস্ব আদায় করে থাকে। নতুন অধ্যাদেশ অনুযায়ী দুটি কাজ আলাদা বিভাগে ভাগ করা হবে। এনবিআর কর্মকর্তারা দাবি করেছেন, এই দুই বিভাগের প্রধান এনবিআরের সদস্যদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে।

এই দাবির প্রেক্ষিতে তারা প্রায় দেড় মাস কলম বিরতি পালন করেন। এমনকি এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিও চালানো হয়। অবশেষে সরকারের কঠোর অবস্থানের মুখে গত ২৯ জুন আন্দোলন স্থগিত করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version