দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় এখন প্রকৃতি যেন সোনালী রঙে রাঙিয়ে উঠেছে। রাস্তার  পাশে সারি সারি সোনালু গাছ, আর তাতে ঝুলে থাকা ঝাড়বাতির মতো ফুলের গুচ্ছ—স্কুল শিক্ষার্থী ও  পথচারীদের  দৃষ্টি কেড়ে নিচ্ছে প্রতিমুহূর্তে।

দীঘিনালা উপজেলায় যাওয়ার পথে দীঘিনালা গার্লস স্কুলের সামনে  দেখা মিলবে এই  সোনালু ফুলের।

এই গাছ মেইন রোডের পাশে হওয়ায় এ সৌন্দর্য উপভোগ করছে দীঘিনালা উপজেলা তিনটি স্কুলের শিক্ষার্থীরাও

দীঘিনালা গার্লস স্কুলে ঢোকার মুখপথেই এই সোনালু ফুলের দোখা পাই শিক্ষার্থীরা ।

বসন্তের বিদায় এবং গ্রীষ্মের আগমনীতে সোনালু ফুলে সেজে উঠেছে পুরো এলাকা। সূর্যের আলোয় ঝলমল করে ওঠা এই সোনালি ফুলগুলো যেন প্রকৃতির এক অসাধারণ উপহার। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বলছেন, “এমন দৃশ্য চোখ জুড়িয়ে দেয়, প্রতিদিনই কেউ না কেউ দাঁড়িয়ে ছবি তুলছে।”

সোনালু, যা ‘Golden Shower Tree’ নামেও পরিচিত, মূলত এপ্রিল-মে মাসে ফুল ফোটায়। দীঘিনালার এই ফুলের রাজত্ব এখন পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় আর এই সোনালি শোভা—সব মিলিয়ে দীঘিনালার রাস্তা যেন হয়ে উঠেছে এক স্বপ্নময় দৃশ্যপট।

Share.
Leave A Reply

Exit mobile version