একবার কেউ কর শনাক্তকরণ নম্বর-টিআইএন নিলেই তারপর থেকে এনবিআর কর্মকর্তারা তাকে রিটার্ন জমা দিতে নানাভাবে তাগিদ দেবেন তুলে ধরে সংস্থার চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, টিআইএন নেওয়ার পরে কিন্তু তিনি ‘ঘুমাইতে পারবেন না’।
বুধবার (৫ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআরের এক প্রাক-বাজেট আলোচনায় রাজস্ব বাড়াতে নানামুখী কর্মসূচির কথা তুলে ধরে তিনি এ কথা বলেন।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান বলেন, যারা কম হারে কর দেন আসছে বাজেটে তাদের ওপরও করের বোঝা বাড়বে বলে সতর্ক করে দেন এনবিআর চেয়ারম্যান।
দেশে এক কোটির বেশি মানুষের টিআইএন থাকলেও আয়কর বিবরণী দেন তাদের মধ্যে কেবল ৪০ শতাংশের মত।