সময় সমাচার ডেস্ক :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.)-এর সভাপতিত্বে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠন Organization for Retired Personal of Armed Forces (ORPA)-এর আলোচনা সভা ও সাভার অঞ্চলের কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) আশুলিয়ার একতা ভবনের স্লেক অ্যান্ড সেভরী রেস্টুরেন্টে দিনব্যাপী এ সভায় প্রধান আলোচক ছিলেন মেজর জেনারেল আজিজুল ইসলাম (অব.)। তিনি অবসর জীবনের কল্যাণমূলক নানা দিক তুলে ধরেন।

বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুর রশিদ মৃধা (অব.), ব্যারিস্টার মেজর এম সারোয়ার হোসেন (অব.), মেজর মো. জাহাঙ্গীর আলম (অব.), সাব লেফটেন্যান্ট মোঃ জামাল উদ্দিন (অব.), কবি ও লেখক সার্জেন্ট আহসান (অব.), কবি সার্জেন্ট নাজমুল (অব.), সার্জেন্ট আলিম (অব.) ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান আলোচক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অবসর জীবনে ভালো থাকার বিভিন্ন বিষয় সম্পর্কে এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড ও সংগঠনকে একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। আলোচনায় বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল রশিদ (অবঃ) বলেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণে কাজ করতে ঐক্য এবং একে অন্যকে সহযোগীতার কোন বিকল্প নেই এছাড়াও
আলোচনায় ব্যারিস্টার মেজর এম সারোয়ার হোসেন (অবঃ) বলেন সংগঠনের এবং সংগঠনের সকল সদস্যের যে কোন আইনি সহায়তা প্রদানের ঘোষণা দেন।
অন্যান্য বক্তারা সকলেই সংগঠনটি সারা দেশব্যাপী অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের এবং দেশ ও অসহায় জনগণের জন্য কল্যান মুলক কার্যক্রম পরিচালনা করবে বলে মত পোষণ করেন।
সভা শেষে সাভার অঞ্চলের নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সার্জেন্ট আব্দুল আলীম (অব.) ও সার্জেন্ট আব্দুর রাজ্জাক (অব.)।

Share.
Leave A Reply

Exit mobile version