জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেলে তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

শনিবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) পবন চৌধুরী এক বার্তায় এ তথ্য জানান। বার্তায় উল্লেখ করা হয়, অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্র সফরে থাকাকালে কমিশন-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version