থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি মহাসড়ক নির্মাণস্থলে ক্রেন ভেঙে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে সামুত সাখন প্রদেশে নির্মাণাধীন রামা টু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ঘটনাস্থল থেকে এএফপিকে পুলিশ কর্মকর্তা সিথিপর্ন কাসি জানান, “এই দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। তবে এতে আর কেউ আহত হয়নি।”

এর একদিন আগেই দেশটিতে আরেকটি ভয়াবহ ক্রেন দুর্ঘটনা ঘটে। সে ঘটনায় একটি ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের প্রাণহানি হয়।

পরপর দুই দিনের এসব দুর্ঘটনা থাইল্যান্ডজুড়ে নির্মাণকাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version