ক্যামেরার সামনে যেমন সাবলীল, তেমনি নিজের অবস্থান নিয়েও আপসহীন—ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আবারও তা প্রমাণ করলেন। সাম্প্রতিক সময়ে অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণেও আলোচনায় থাকেন তিনি। এবার নিজের সাজগোজ নিয়ে করা এক নেতিবাচক মন্তব্যের কড়া জবাব দিয়ে নেটদুনিয়ায় আলোড়ন তুলেছেন এই অভিনেত্রী।
ঘটনার সূত্রপাত হিমির একটি ফেসবুক লাইভকে ঘিরে। লাইভ চলাকালীন এক দর্শক তার চোখের মেকআপ নিয়ে মন্তব্য করেন—‘চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত।’ এমন অযাচিত পরামর্শে বিরক্ত ও হতাশ হন হিমি। বিষয়টি এড়িয়ে না গিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান তিনি।
স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে হিমি বলেন, ‘আপনাদের কিছু না কিছু বলতেই হবে! মেকআপ না করলে বলেন, করলে ভালো হতো। আবার করলে বলেন, না করলেই ভালো হতো। আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না।’
নিজের সাজের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি আরও বলেন, ‘আজকের পোশাকের সঙ্গে মিল রেখেই একটু সাজগোজ করেছি। করতে দেন না কেন? সমস্যাটা কোথায়?’
লাইভ শেষ হওয়ার পর সেই মন্তব্য ও জবাবের অংশটি নিজের ফেসবুক পেজে রিলস আকারে শেয়ার করেন হিমি। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক ভক্ত ও নেটিজেন তার স্পষ্টবাদী অবস্থানের প্রশংসা করেন এবং তার পাশে দাঁড়ান। তাদের মতে, তারকাদের ব্যক্তিগত পছন্দ, সাজগোজ কিংবা স্টাইল নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সবারই আরও সংযত হওয়া উচিত।
সব মিলিয়ে, নিজের পছন্দ ও আত্মসম্মান নিয়ে আপসহীন হিমির এই বক্তব্য আবারও প্রমাণ করে—নিজের জায়গায় দৃঢ় থাকাই তার শক্তি, আর সেটাই তাকে ভক্তদের কাছে আরও জনপ্রিয় করে তুলছে।


