অনলাইন ডেস্ক :

একসময় সোশ্যাল মিডিয়ায় একচ্ছত্র রাজত্ব করা ফেসবুক এখন আর আগের মতো প্রাসঙ্গিক নয়—এমনটাই মনে করছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। প্ল্যাটফর্মটির সাংস্কৃতিক গুরুত্ব হারিয়ে ফেলছে দেখে ২০২২ সালে তিনি দিয়েছিলেন এক বিস্ময়কর প্রস্তাব-সবার বন্ধুতালিকা (ফ্রেন্ডলিস্ট) মুছে ফেলা! 

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) এক মামলায় সাক্ষ্য দিতে গিয়ে উঠে আসে বিষয়টি।

মামলায় অভিযোগ করা হয়, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কিনে মেটা একচেটিয়া আধিপত্য তৈরি করেছে। মামলার অংশ হিসাবে আদালতে উপস্থাপিত এক ই-মেইলে দেখা যায়, ফেসবুকের প্রতি মানুষের আগ্রহ কমে যাওয়ায় উদ্বিগ্ন জাকারবার্গ প্রস্তাব দেন-বন্ধুতালিকা বছরে একবার মুছে ফেলার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। 

তার যুক্তি ছিল, এটি ব্যবহারকারীদের মধ্যে নতুন সংযোগ তৈরিতে উদ্দীপনা জাগাতে পারে। এমনকি তিনি ছোট কোনো দেশে পরীক্ষামূলকভাবে এটি চালুর কথাও বলেন, যাতে ক্ষতি সীমিত রাখা যায়। ফলোভিত্তিক মডেলে রূপান্তর কতটা কার্যকর হবে, সেটাও জানতে চান তিনি। 

জাকারবার্গ আদালতে বলেন, মেটার ৩.৩ বিলিয়ন ব্যবহারকারী থাকার পেছনে অন্যতম কারণ হলো-উপযুক্ত বিকল্পের অভাব। যদিও শেষ পর্যন্ত বন্ধুতালিকা মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়নি।

তবে ব্যবহারকারীদের কাছের মানুষদের সঙ্গে সংযোগ পুনর্গঠনের লক্ষ্যে মেটা বর্তমানে নতুন পথ নিচ্ছে। এবার তারা বন্ধুবান্ধবদের জন্য একটি বিশেষ ট্যাব চালু করেছে, যেখানে অ্যালগরিদমভিত্তিক কনটেন্ট নেই। ২০২৫ সালের লক্ষ্য ‘পুরোনো দিনের ফেসবুক’ ফিরিয়ে আনা।

Share.
Leave A Reply

Exit mobile version