খুচরা পর্যায়ে আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (৭ অক্টোবর) দাম কমানোর এই নতুন ঘোষণা দেয় সংস্থাটি। বিইআরসি জানায়, একইদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৭০ টাকা থেকে ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।”

এর আগে গত ২ সেপ্টেম্বর সর্বশেষ সমন্বয় করা হয়েছিল এলপিজির দাম। তখন সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা ৭৭ পয়সা।

এর আগে গত ২ সেপ্টেম্বর প্রতি লিটারে ১৩ পয়সা কমিয়ে সেপ্টেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৫৮ টাকা ১৫ পয়সা।

বিইআরসি জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (Contract Price) যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ হিসেবে গড় সিপি দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টনে ৪৮২ মার্কিন ডলার। এই ভিত্তিতেই অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করা হয়েছে।

২০২৪ সালে এখন পর্যন্ত মোট ১১ দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম পরিবর্তন হয়েছে— যার মধ্যে ৪ দফায় কমেছে এবং ৭ দফায় বেড়েছে দাম। এপ্রিল, মে, জুন ও নভেম্বরে কমেছিল দাম; আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বেড়েছিল। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।

Share.
Leave A Reply

Exit mobile version