ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, কেঁপে উঠেছে পুরো এলাকা। হঠাৎ এই কম্পনে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে মানুষ। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রধান কম্পনের পর একাধিক আফটারশক বা পরাঘাতের আশঙ্কা করা হচ্ছে, যা ক্ষয়ক্ষতি আরও বাড়াতে পারে। উপকূলীয় এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির সময় ফিলিপাইনের কিছু উপকূলীয় এলাকায় ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত হতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউ-এও সুনামির প্রভাব পড়তে পারে, যেখানে ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।

এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতায় মিন্দানাও অঞ্চলের বিভিন্ন স্থানে ভবন দুলতে দেখা গেছে এবং আতঙ্কে মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

উল্লেখ্য, গত সপ্তাহেই ফিলিপাইনের সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছিল এবং অনেকে আহত হন। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

Share.
Leave A Reply

Exit mobile version