দীর্ঘ বিরতির পর আবারও আলোচনার কেন্দ্রে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই বছর পর তিনি ফিরছেন নতুন উদ্যমে, নতুন রূপে এবং নতুন গল্প নিয়ে। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’—এর মাধ্যমে বড় পর্দায় তাঁর এই প্রত্যাবর্তন ঘটছে। ছবিটিতে প্রথমবারের মতো তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা সজল।

অপু বিশ্বাস জানান, সিনেমাটির শুটিং দ্রুতগতিতে চলছে এবং ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ শেষ। দর্শক তাকে দেখতে পাবেন একেবারে ভিন্ন রূপে, শক্তিশালী চরিত্রে।

তিনি বলেন, “সিনেমায় অনেক চমক রয়েছে। দর্শকরা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই।”

নতুন সহশিল্পী সজলকে নিয়ে অপুর প্রশংসার ঢেউ—
“সজল ভাই ভীষণ বিনয়ী এবং অসাধারণ অভিনেতা। আমি তাঁর অভিনয়ের ভক্ত। আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবেই।” এমনকি তিনি সজলকে নিজের ‘ড্রিম হিরো’ বলেও উল্লেখ করেন।

দীর্ঘ বিরতি প্রসঙ্গে অপু জানান, ভালো কাজের জন্যই তার এই অপেক্ষা। “আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে।”

Share.
Leave A Reply

Exit mobile version