নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সাবেক এমপি কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, তার বিরুদ্ধে নড়াইল ও ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। বর্তমানে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version