গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক স্থানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মহানগরের কাশিমপুর, বাসন ও জেলার শ্রীপুর এলাকায় এসব ঘটনা ঘটে। তিনটি বাসই আংশিক বা সম্পূর্ণভাবে পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথম ঘটনা ঘটে মঙ্গলবার রাত ১১টার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর–নবীনগর সড়কে। জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসের নিচে এক মেকানিক মেরামতের কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নেভান। এতে বাসের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি।’
দ্বিতীয় ঘটনা ঘটে বুধবার ভোর ৪টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা এলাকায়। মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক মো. মামুন বলেন, ‘আমাদের স্টেশনের সামনেই বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসের বেশ কিছু আসন পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
সবশেষ ঘটনা ঘটে ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায়। পার্সোনাল ফিলিং স্টেশনের পাশে দাঁড়ানো বনশ্রী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৫টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। বাসটি পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


