খুলনা প্রতিনিধি :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি (কুয়েট) বিশ্ববিদ্যালয়ে ভিসি ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে ভিসি পদত্যাগ না করলে সোমবার বিকেল ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার বিকেলে ক্যাম্পাসে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে এ আল্টিমেটাম দেয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও ভিসি নিরাপত্তা দিতে পারেননি। উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করেছে। ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নয় বরং আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যাই বেশি।

তারা বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে ভিসিকে অপসারণের দাবি জানালেও কোনো সুফল পাননি। তাই বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচি দেওয়া হয়েছে। এসময় ‘তদন্ত রিপোর্ট, সিসিটিভি ফুটেজ সন্ত্রাসীরা পায় কীভাবে’, ‘এইখানে সমস্ত ক্ষমতাধর নিজেরে ভাবতেছে ঈশ্বর’, ‘আরও করবি দমন পীড়ন- অপসারণ অপসারণ’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এর আগে শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ দাবিতে প্রতীকী চেয়ারে আগুন জ্বালানোর কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। প্রতিবাদে ২০ ফেব্রুয়ারি প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ২৫ ফেব্রুয়ারি একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা পুনরায় ক্যাম্পাসে জড়ো হয়ে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন।

Share.
Leave A Reply

Exit mobile version