ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকার বাইরে চারটি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সকাল সাড়ে ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের এক হাজার ৫০টি আসনের বিপরীতে এবার আবেদন করেছে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

Share.
Leave A Reply

Exit mobile version