বিনোদন ডেস্ক :
স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে চলচ্চিত্রের পাণ্ডুলিপি বাছাই কার্যক্রমের লক্ষ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সদস্য হিসেবে অন্তর্বর্তী সরকারের ডাক পেয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। কিন্তু নিয়মের বেড়াজালে কাজ করার সুযোগ ছিল না জানিয়ে কমিটিটি থেকে কিছুদিন আগে পদত্যাগ করেন এই অভিনেত্রী।
যদিও কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তিগত ও পেশাগত কারণ। অভিনেত্রীর দাবি, ক্ষমতার কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই, এ জন্য শুধু কাজই করতে চেয়েছিলেন তিনি; কিন্তু সেটি হয়নি।
মমর ভাষ্যে, মমর ভাষায়, আমি পারছি না তাই অব্যাহতি নিলাম। যেন আমার বদলে অন্য কেউ এসে কাজটা সঠিকভাবে করতে পারে।
অনুদান কমিটি থেকে পদত্যাগের পর আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমের এক স্ট্যাটাসে অভিনেত্রী দাবি করেন, ফেসবুকই কি এখন সবকিছুর মানদণ্ড কি না!
জাকিয়া বারী মম লিখেন, ‘রাষ্ট্রযন্ত্র থেকে বেডরুম পর্যন্ত তাহলে ফেবুই (ফেসবুকই) নিয়ন্ত্রণ করে! একটা অ্যাপ কী করে এতো বড় হয়ে গেলো!’
সেই পোস্টে একজন মন্তব্য করেন, ‘আসলেই তাই। তবে শক্তির মূলে মানুষ আর তথ্য।
একই সাথে অমানুষ আর অপতথ্যও..।’
প্রসঙ্গত, গত ২৫ মে চলতি অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন জাকিয়া বারী মম। তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার (১ জুলাই) ৩২টি চলচ্চিত্রকে ১৩ কোটি টাকা অনুদান প্রদানের পর।