সময় সমাচার ডেস্ক :
বুধবার (২৩ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের হাইক্কার খালে (কাটাসুর) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “মিরপুর-১০ ও ফার্মগেট ইন্দিরা রোড সম্পূর্ণরূপে ফুটপাত হকার ও ব্যাটারিচালিত রিকশা (টেসলা) মুক্ত করা হবে। দিনে ও রাতে অভিযান চালানো হবে।”
প্রশাসক আরও জানান, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য কাজ চলছে এবং আগামী কোরবানির ঈদের আগেই একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর আশা প্রকাশ করেন।
হাইক্কার খালের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “খালে বালু ফেলে ভরাট করা হয়েছিল, অনেকে স্থাপনা গড়েছে। যৌথ সার্ভে শেষে দেখা যায় একটি দোতলা, একটি তিনতলা বাড়ি, মসজিদের একাংশ এবং কিছু টিনশেড ঘর খালের সীমানায় পড়েছে। তারা স্বেচ্ছায় ভাঙেনি, তাই আজ ডিএনসিসির পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”
প্রশাসক জানান, খাল খননের মাধ্যমে লাউতলা খালের সাথে সংযোগ স্থাপন করা হবে, যাতে বর্ষার পানি ও বন্যার পানি সহজে প্রবাহিত হয়ে তুরাগে পৌঁছাতে পারে।
ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরের দখল ও অনিয়মের বিরুদ্ধে এমন অভিযান আরও চলবে এবং উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কোন ছাড় দেওয়া হবে না।