বিনোদন ডেস্ক :
অবশেষে আইনিভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংয়ের। শুক্রবার (১১ এপ্রিল) তাদের বিচ্ছেদের আইনি সিলমোহর দেন আদালত। এটি অভিনেত্রীর তৃতীয় বিয়ে।
অনেক আগে থেকেই আলাদা থাকেন শ্রাবন্তী ও রোশন। তাদের এই বিচ্ছেদ নিয়ে এত দিন ডিভোর্সের মামলা চলছিল। অবশেষে আইনত বিবাহবিচ্ছন্ন হলেন রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
এদিকে বিচ্ছেদ নিয়ে শ্রাবন্তী এখনো মুখ না খুললেও বিবাহবিচ্ছেদের খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে নিশ্চিত করেছেন রোশন সিং নিজেই।
রোশন সিং বলেন, ‘সবটাই খুব শান্তিপূর্ণভাবে মিটে গেছে। গত ৮ এপ্রিল থেকে আমরা আইনিভাবে আলাদা। তবে প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম, আইনি বিচ্ছেদের পর সে রকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে গেছি।’
এর আগেই জানা গিয়েছিল রোশনের সঙ্গে বিচ্ছেদের মামলায়, মাসিক ৭ লাখ টাকা খোরপোশ চেয়েছিলেন অভিনেত্রী। গতবছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিং’কে কি আদৌ মাসিক ৭ লাখ টাকা খোরপোশ দিতে হচ্ছে অভিনেত্রীকে- এ বিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশন।
এদিকে শ্রাবন্তীর থেকে আলাদা হওয়ার পরই বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশন সিং। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক। সেই পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়েই ফের নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি।
২০১৯ সালের শুরুর দিকে শ্রাবন্তী-রোশনের প্রেমপর্ব শুরু হয়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। মাস কয়েকের মধ্যেই পাঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে সারেন তারা। বিয়ের দিন দশেক পর বিয়ের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সুখের সংসারে ভাঙন ধরে ২০২০-র সালের পূজার ঠিক আগে। যদিও শুরুতে কেউ কিছু বলেননি। পরে জানা যায়, শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়েছেন রোশন সিং। তারপরই তাদের আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।