আবহাওয়া ডেস্ক :

দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টা থেকে পরবর্তী ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিতে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নিম্নরূপ পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস-

১. বজ্রপাত হলে নিরাপদ ঘরের মধ্যে অবস্থান করুন।

২. দরজা ও জানালা বন্ধ রাখুন।

৩. জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাত্রা এড়িয়ে চলুন।

৪. খোলা জায়গা ও গাছের নিচে আশ্রয় নেবেন না।

৫. কংক্রিটের মেঝেতে শয়ন বা দেয়ালে হেলান দেওয়া থেকে বিরত থাকুন।

৬. ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন।

৭. জলাশয় বা পানির কাছাকাছি থাকলে দ্রুত সরে আসুন।

৮. বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

৯. শিলাবৃষ্টি হলে ঘরে অবস্থান করুন।

Share.
Leave A Reply

Exit mobile version