মৌসুমি বায়ুর বিদায়ের আগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় তীব্র বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সংস্থাটি জানায়, বিশেষ করে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশকিছু স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, যশোর, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জ—এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।
এ ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে বিডব্লিউওটি।
সংস্থাটির পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ১২ অক্টোবরের পর থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমে যাবে। তবে দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলায় ১৫ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।