সময় সমাচার ডেস্ক :

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনজিও আশা। সংস্থাটি ‘এডুকেশন অফিসার’ পদে ৮ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে—চলবে ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত ৪২ হাজার ৬০০ টাকা বেতনের বাইরেও সংস্থার নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: আশা;

পদের নাম: এডুকেশন অফিসার;

পদসংখ্যা: ৮টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৪২,৬০০ টাকা; 

অন্যান্য সুযোগ-সুবিধা—

*কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড;

*উৎসব ভাতা;

*বৈশাখী ভাতা;

*কর্মচারী গ্রুপ বেনিফিট ফান্ড;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*এমএড থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ এপ্রিল ২০২৫;

Share.
Leave A Reply

Exit mobile version