এনবিআর ডেস্ক :

আয়করদাতার পূর্ববর্তী যাবতীয় নথি হস্তান্তরের জন্য ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনজীবীর কাছে করদাতার নথি দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মিতুকে সাময়িক বরখাস্ত করে এনবিআরের বরখাস্তের তালিকায় তার নাম সংযুক্ত করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version