মেহেদী হাসান মিরাজ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৪ মাস পর বাংলাদেশের টি–টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার এই সংস্করণে সর্বশেষ খেলেছেন গত বছরের জুলাইয়ে।

১৫ সদস্যের দলে রাখা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে। পাকিস্তান সফরে পাওয়া চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারা বাঁহাতি পেসার শরীফুল ইসলামও আছেন টি–টোয়েন্টি দলে।

Share.
Leave A Reply

Exit mobile version