ক্রীড়া ডেস্ক :
পাকিস্তানকে হারাতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। তবে তাতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ এখনো আছে।
সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
আগে ব্যাটিং করে রিতু মনির ৪৮ এবং ফাহিমা খাতুনের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৮ রান করে বাংলাদেশ নারী দল। তিন উইকেট হারিয়ে ৬২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।
৯৩ বলে ৬৯ রান করেন মুনিবা আলী। তিনে নামা সিদরা আমিন করেন ৫২ বলে ৩৭ রান। আলিয়া রিয়াজ ৬৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানে চলমান সেই বাছাইপর্বে টানা তিনটি জয়ের পর বিশ্বকাপের টিকিট পেতে শেষ দুই ম্যাচে দরকার ছিল এক জয়।
চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর শেষ ম্যাচটিতেও পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে তাতে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি। নেট রান রেট কমে +০.৬৩৯ হয়ে গেলেও সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের এখনো আছে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় শুরু ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে খুব বড় ব্যবধানে না হারালে বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশেরই। বাংলাদেশকে টপকে যেতে ওয়েস্ট ইন্ডিজকে ঠিক কত ওভারে জিততে হবে সেটি অবশ্য এখনই বলার উপায় নেই।
থাইল্যান্ডের ইনিংস শেষ হলেই বলা যাবে সেটি। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল –০.২৮৩।