বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার খুব কাছে দাঁড়িয়ে হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার এরই মধ্যে পেয়ে গেছেন বাংলাদেশের পাসপোর্ট

বাফুফে হাতে পেয়েছে তাঁর ব্যাপারে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্র। এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র আর লেস্টার সিটির অনুমতি পেলেই হামজার আর বাংলাদেশের জার্সিতে খেলতে কোনো বাধা থাকবে না।

আগামী মাসে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ব্যাপারে গতকালই বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। প্রতিপক্ষ কোন দেশ, সেটি এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে বাফুফে। তবে নভেম্বরের উইন্ডোতে হামজাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

বিবিসির খবর, লেস্টার সিটির অনুশীলনে কাঁধের হাড় সরে গেছে হামজার। বিবিসিকে ব্যাপারটি নিশ্চিত করেছেন লেস্টার সিটির কোচ স্টিভ কুপার। কাঁধের হাড় সরে যাওয়ার কারণে মোটামুটি লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে এই মিডফিল্ডারকে।

বিবিসি জানিয়েছে, ২৭ বছর বয়সী হামজা অনুশীলনের সময় চোটে পড়েছেন। কুপারের কথা, ‘হামজা বড় চোটেই পড়েছে। কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি, এটা যেমন ভাবছি, অতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনো এটা নিয়ে কাজ করছি। কত দিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, বলতে পারছি না এখনো।’

Share.
Leave A Reply

Exit mobile version