যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর ২১ দিন। হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁদের লক্ষ্য গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় ভোটারদের আস্থা অর্জন করা। ভোটের আগের জরিপগুলো বলছে, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে কিছু নতুন জরিপ কমলার জন্য নিরাশার বার্তা দিচ্ছে। কিছু ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে তাঁর সমর্থনে ভাটা পড়তে দেখা গেছে।

কমলা হ্যারিস গত রোববার গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় প্রচার চালান। এ অঙ্গরাজ্যে সম্প্রতি হারিকেন হেলেনে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। ট্রাম্পের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে হারিকেনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট সহায়তা দেওয়া হয়নি। নর্থ ক্যারোলাইনার গ্রিনভিন চার্চে দেওয়া এক বক্তব্যে কমলা বলেন, ‘সংকটের মুহূর্তে আমাদের মধ্যে নায়কদের উঠে আসার একটি উপায় আছে বলে আমি মনে করি।’ ট্রাম্পের নাম উল্লেখ না করে তিনি বলেন, প্রয়োজনের মুহূর্তে যাঁরা কঠোর পরিশ্রম করছেন, তাঁদের নিয়ে মিথ্যা ভুয়া তথ্য ছড়াচ্ছেন লোকজন।

এদিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে ট্রাম্প তাঁর অভিবাসী ইস্যুটাকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। ৯২ মিনিটের বক্তব্যে তিনি বলেন, আবার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে ১০ হাজার সীমান্তরক্ষী নিয়োগ দেবেন। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দেশের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের কথা বলেন ট্রাম্প।

কারও নাম প্রকাশ না করে ট্রাম্প বলেন, ‘আমাদের কিছু অসুস্থ লোক আছেন, যাঁরা মৌলবাদী বামপন্থী উদ্মাদ। প্রয়োজন পড়লে খুব সহজে তাঁদের নিয়ন্ত্রণ করা যায়। এ ক্ষেত্রে ন্যাশনাল গার্ড বা প্রয়োজনে সামরিক বাহিনী ব্যবহার করা হবে।’

এদিকে, গত শনিবার ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের এক নির্বাচনী সমাবেশের কাছে গুলিভর্তি শটগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, গত জুলাই থেকে দুবার হত্যাচেষ্টার মুখে পড়া ট্রাম্পের জন্য বিপজ্জনক কোনো ঘটনা ঘটেনি।

জরিপে দেখা গেছে, সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যে কমলা ও ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে। তবে, জরিপে আরও দেখা গেছে, ডেমোক্রেট বলয়ে থাকা লাতিন ভোটারদের টানতে ব্যর্থ হয়েছেন কমলা। ট্রাম্পের তীব্র অভিবাসনবিরোধী বক্তব্যের পরও লাতিন ভোটাররা কমলার দিতে ঝোঁকেননি।

নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এর আগে লাতিন ভোটারদের মধ্যে ডেমোক্রেটির প্রার্থীদের প্রতি যে সমর্থন ছিল, কমলার ক্ষেত্রে তা অনেক কম। তবে কৃষ্ণাঙ্গ নারীদের মধ্যে তাঁর প্রতি সমর্থন বেশি। তবে কৃষ্ণাঙ্গ পুরুষদের সমর্থন কমছে তাঁর জন্য।

হারিকেন মিল্টনের আঘাতের পর কমলা নর্থ ক্যারোলাইনা ও প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডা সফর করছেন। বাইডেন হারিকেন আক্রান্ত এলাকার জন্য ৬০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছেন।

দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে পেনসিলভানিয়ায় চোখ দুই প্রার্থীর। গতকাল সোমবার দুই প্রার্থী সেখানে নির্বাচনী প্রচারে অংশ নেন। এর আগে কমলার হয়ে জর্জিয়ায় প্রচার করেছেন ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। রোববার গ্রিনভিলে কমলা অভিযোগ করেন যে ভোটারদের মধ্যে ট্রাম্পের কোনো স্বচ্ছ ভাবমূর্তি নেই। নিজের স্বাস্থ্যগত তথ্য প্রকাশের বিষয়টি তিনি তুলে ধরেন। ট্রাম্পকেও নিজের স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করার আহ্বান জানান।

কমলা প্রশ্ন করেন, ‘এটা আপনাকে অবাক করবে যে কেন ট্রাম্পের কর্মীরা তাঁকে লুকিয়ে রাখতে চাইছেন! তারা কি ভয় পান যে মানুষ দেখে ফেলবে ট্রাম্প আমেরিকাকে নেতৃত্ব দেওয়ার পক্ষে খুব দুর্বল এবং অস্থির?’

Share.
Leave A Reply

Exit mobile version