স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতদের সবাই আফগান নাগরিক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদলের বৈঠক চলাকালেই এ সংঘর্ষের খবর পাওয়া যায়। গত ১৯ অক্টোবর কাতারে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছিল। ওই সময়ের সংঘর্ষে উভয় দেশের সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

সাম্প্রতিক উত্তেজনার মূল কারণ সীমান্ত নিরাপত্তা ইস্যু। পাকিস্তানের দাবি, আফগানিস্তান তালেবান (টিটিপি)সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালায়। তবে আফগান তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে, পাকিস্তানও আফগানিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে আফগান দিক থেকেই গুলি চালানো হয়, এরপর পাকিস্তানি বাহিনী সংযতভাবে পাল্টা ব্যবস্থা নেয়।

সূত্র : আল জাজিরা।

Share.
Leave A Reply

Exit mobile version