২৪ ঘণ্টার ব্যবধানে টানা দুই ম্যাচ জিতে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শারজায় আজ (রোববার) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে জাকের আলীর দল। লক্ষ্য একটাই— হোয়াইটওয়াশ।
এর আগে কখনও আফগানদের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। তাই আজকের ম্যাচে জাকের আলীদের সামনে ইতিহাস গড়ার সুযোগ। অন্যদিকে, ওয়ানডে সিরিজ শুরুর আগে অন্তত একটি জয় তুলে নিতে মরিয়া রশিদ খানের আফগানিস্তান।
সাম্প্রতিক সময়ে আফগানদের বিপক্ষে দুর্দান্ত ছন্দে রয়েছে টাইগাররা। এশিয়া কাপে হারের পর থেকে টানা তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। মুখোমুখি পরিসংখ্যানে এখন এগিয়ে গেছে টাইগাররা— ১৫ ম্যাচে বাংলাদেশের জয় ৮টি, আফগানিস্তানের জয় ৭টি।
প্রথম দুই ম্যাচেই রান তাড়ায় চাপের মুখে পড়লেও শেষ পর্যন্ত দারুণভাবে ম্যাচ জিতেছে বাংলাদেশ। বিশেষ করে উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানের শান্ত ও পরিপক্ব ইনিংস দলকে দিয়েছে প্রয়োজনীয় স্থিতি ও আত্মবিশ্বাস।
এছাড়া বোলাররা পুরো সিরিজ জুড়ে নিজেদের কাজ নিখুঁতভাবে করে যাচ্ছেন। তবে ব্যাটিং নিয়ে কিছুটা ভাবনা রয়েই গেছে টিম ম্যানেজমেন্টের। টপ ও মিডল অর্ডারে ধারাবাহিকতা আসেনি এখনো। এই জায়গায় উন্নতি চান কোচ ফিল সিমন্স।
তবে অধিনায়ক জাকের আলীর ফর্ম নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই কোচের। আগের ম্যাচে ২৫ বলে ৩৩ রানের ইনিংসে দুইটি ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাত ইনিংস ও ৮৬ বল পর ছক্কার দেখা পাওয়া জাকেরকে নিয়ে আশাবাদী সিমন্স। তার বিশ্বাস, আজকের ম্যাচে জাকের আরও ভালো কিছু করবেন।