সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেমের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, গুঞ্জন, গুজব নাকি সত্য তা দুদকের অনুসন্ধানেই বের হয়ে আসবে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, অনেকগুলো ইনফরমেশন ভুলভাবে গেছে ইতোমধ্যে। পদত্যাগকে অপসারণ হিসেবে ছড়ানো হয়েছে। কোনো অনুসন্ধানী তথ্য, ব্যক্তি সাক্ষ্য ছাড়াই অনুমান নির্ভর মিডিয়া ট্রায়াল করা হয়েছে।
এই নিউজ করা হাউজগুলোর কয়েকটায় যোগাযোগ করে জানা গেছে এই লেখাটাও বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং হুবহু নিউজ করতে চাপ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ফেক্টের ভিত্তিতে কথা হলে সমস্যা ছিল না। অনেকগুলো তথ্য-উপাত্তহীন মনগড়া কথা বারবার বলে স্টাবলিশ করার চেষ্টাটা দৃষ্টিকটু লেগেছে। দুদকের অনুসন্ধানে সত্য বের হয়ে আসুক এটাই প্রত্যাশা।