আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে দেখা দিতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।

এ পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থানে রাখার পাশাপাশি স্থানীয়দের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version