শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম শিল্পে অস্থিরতা সৃষ্টিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। 

রবিবার রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সভাকক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিজিএমইএর প্রশাসক, গার্মেন্টসের মালিক পক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, কলকারখানা ও শ্রম শিল্পে অস্থিরতার সঙ্গে মালিক কিংবা শ্রমিক যেই জড়িত থাকুক— তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কলকারখানা ও শ্রম শিল্পে দুর্বৃত্তায়ন বন্ধে সরকার বদ্ধ পরিকর। 

এম সাখাওয়াত হোসেন বলেন, অস্থিরতার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হবে। 

শ্রমঘন এলাকায় অস্থিরতা নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, টুরিস্ট পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version