অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি দেশের শিল্পীদের প্রাপ্ত মূল্যায়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি প্রশ্ন তোলেন—বাংলাদেশি তারকারা আসলেই কি যথাযথ সম্মান পাচ্ছেন?

সৌমির মতে, দেশের বাইরে গিয়ে শাকিব খান ছাড়া অন্য কোনো তারকা পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের মতো আকাশছোঁয়া জনপ্রিয়তা বা ভক্তদের উপচে পড়া ভিড় তৈরি করতে পারেন না।

তিনি বিদেশি তারকাদের প্রাপ্ত আতিথেয়তা ও মনোযোগের সঙ্গে দেশি শিল্পীদের অবস্থানের তুলনা করে হতাশা প্রকাশ করেন। তার ভাষ্যে, “বাংলাদেশের শিল্পীদের আসলে তেমনভাবে মূল্যায়ন করা হয় না। হানিয়া আমির যখন বাইরে যান, আমরা তাকে যেভাবে গুরুত্ব ও আতিথেয়তা দিই—যদি সেটা টিকিট সিস্টেমে হতো, তবে ভিড় উপচে পড়ত।”

এসময় তিনি দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বর্তমান জনপ্রিয়তার প্রসঙ্গও টানেন। “আমাদের একজন শাকিব খান আছেন। তিনি এখন দেশের বাইরে গেলে সত্যিই মানুষ উপচে পড়ে। তবে আগে কিন্তু এমনটা ছিল না,” মন্তব্য করেন তিনি।

তবে শাকিব খানকে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করে সৌমি স্পষ্ট করে বলেন, “শাকিব খান ছাড়া আর কেউ গেলে কি হানিয়া আমিরের মতো ভিড় হবে? সেটা তো হবে না।”

Share.
Leave A Reply

Exit mobile version