রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাঁরা মিরপুরে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। দেশের কৃতী সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁরা কিছুক্ষণ নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আগত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

Share.
Leave A Reply

Exit mobile version