রাজধানীতে গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে আজ বুধবার (১ অক্টোবর) সকাল পর্যন্ত বজ্রপাতসহ ভারি বর্ষণ হয়েছে। রাত ১টার পর শুরু হওয়া এ বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। এমনকি এখনো কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

একটানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাস্তাঘাট, দোকানপাট এমনকি ঘরবাড়িও ডুবে গেছে পানিতে। সড়কে পানি জমে যান চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে সকালে জরুরি কাজে বের হওয়া যাত্রীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্তও রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গতকাল (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version