ইন্টার মায়ামির আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আবারও ফুটবল বিশ্বকে দেখালেন তার অনবদ্য ছোঁয়া। দুর্দান্ত ফর্মে থেকে ২০২৫ মৌসুমে এমএলএস গোল্ডেন বুট জিতেছেন এই কিংবদন্তি ফুটবলার। মৌসুমে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে মোট ৪৮টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি।

শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মায়ামির ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক ও এক অ্যাসিস্ট করেন তিনি।

সেই সঙ্গে নিশ্চিত করেন মৌসুমের সেরা গোলদাতার মুকুট। দ্বিতীয় স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্কা করেছেন ২৪ গোল।

এই অর্জনের মাধ্যমে মেসি হয়ে গেলেন ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুটজয়ী ফুটবলার এবং ২০২১ সালে নিউইয়র্ক সিটি এফসির ভ্যালেন্টিন ‘টাটি’ কাস্তেয়ানোসের পর প্রথম আর্জেন্টাইন, যিনি এমএলএস গোল্ডেন বুট জিতলেন।

মেসির হ্যাটট্রিকের সূচনা হয় ম্যাচের ৩৫তম মিনিটে।

জর্দি আলবার নিখুঁত পাস ধরে ন্যাশভিলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। এরপর ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন তারকা। আর ৮১তম মিনিটে বাঁ পায়ের শটে বক্সের মাঝ থেকে বল পাঠান নেটে, এতেই নিশ্চিত হয় মেসির হ্যাটট্রিক। যোগ করা সময়ে তালেসকো সেগোভিয়ার গোলে মায়ামির পঞ্চম গোল আসে, সেই গোলেও ছিল মেসির পায়ের ছোঁয়া।

ন্যাশভিলের হয়ে স্যাম সারিজ ও জ্যাকবল শাফেলবার্গ গোল করলেও বড় হার এড়াতে পারেনি।

ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নিয়মিত মৌসুম শেষ করেছে ইন্টার মায়ামি। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি, আর ৬৬ পয়েন্টে শীর্ষে ফিলাডেলফিয়া। ফলে প্লে-অফের প্রথম রাউন্ডে আবারও ঘরের মাঠে ন্যাশভিল এসসির মুখোমুখি হবে মায়ামি।

Share.
Leave A Reply

Exit mobile version