দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন বেলা ১১টার পর তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, তারেক রহমান লন্ডন থেকে যাত্রা করে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। তিনি মেয়েকেও সঙ্গে নিয়ে দেশে ফিরছেন।
এ উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগমের মধ্য দিয়ে তাকে বরণ করা হবে। বিমানবন্দর থেকে এভারকেয়ারের মধ্যবর্তী একটি স্থানে সংবর্ধনার আয়োজন থাকবে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বরই তারেক রহমান দেশে ফিরবেন।
উল্লেখ্য, ২০০৭ সালে আটক হয়ে ১৮ মাস কারাভোগের পর উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের সেপ্টেম্বরে তিনি লন্ডনে যান। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর অবশেষে তিনি দেশে ফিরছেন।


