রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছে একটি যাত্রীবাহী বাস।

শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাস চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাত তুলে বাস থামানোর সংকেত দেয়। বাস থামতেই তারা চালক ও হেলপারকে মারধর করে জোরপূর্বক নামিয়ে দেয়। আতঙ্কে যাত্রীরাও দ্রুত নেমে পড়েন। এরপর দুর্বৃত্তরা বাসের সামনের কাঁচ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় এবং মুহূর্তেই বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং জ্বলে যাওয়া বাসটি জব্দ করে।

Share.
Leave A Reply

Exit mobile version