দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের কোনো বিষয়েই তিনি কট্টর বা উগ্র নন। বরং জীবনের প্রতিটি বাঁককে তিনি একটি জার্নি বা ভ্রমণ হিসেবে দেখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

রুনা খান বলেন, ‘ব্যক্তি মানুষ হিসেবে আমি কোনো কিছুরই খুব কট্টর সমালোচক নই। জীবনের সবকিছুই আপেক্ষিক। যেকোনো নতুন চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি। কারো ভালো লাগবে, আবার কারো লাগবে না—এটাই স্বাভাবিক। আমাদের উচিত সবকিছু আর একটু সহজ করে দেখা।’

নিজের কাজ করার ধরণ প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, গত ১৫ বছর ধরে তিনি একটি নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ সময় ক্যারিয়ারে কাটালেও কাজের সংখ্যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলেও জানান তিনি।

রুনা খান বলেন, ‘আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিন বছরের একটা বিরতি নিয়েছিলাম। এরপর থেকে এখন পর্যন্ত বছরে মাত্র তিন থেকে চারটি কাজ করি।’

বর্তমান সময়ে প্রযুক্তির উন্নয়নের ফলে কাজের প্রচার ও পরিসর বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাতে তার নিজের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

তার ভাষায়, ‘১০ বছর আগেও আমি বছরে চার-পাঁচটি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই বড় কথা।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে রুনা খানের অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। তবে কাজের সংখ্যা নয়, বরাবরের মতোই কাজের গুণগত মান ও ব্যক্তিগত প্রশান্তিকেই তিনি নিজের ক্যারিয়ারের প্রধান মানদণ্ড হিসেবে গুরুত্ব দিয়ে আসছেন।

Share.
Leave A Reply

Exit mobile version