নতুন বছরের আনন্দ, সমুদ্রের নীল জলরাশি আর পরিবারের সঙ্গে কিছু নিঃশব্দ সুখের মুহূর্ত—সবকিছু মিলিয়ে যেন একেবারে স্বপ্নের ছুটি কাটাচ্ছিলেন টালিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। পুত্র ইউভান ও কন্যা ইয়ালিনিকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডে গিয়ে নতুন বছরকে স্বাগত জানান তাঁরা।

বছরের শেষেই মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘নটী বিনোদিনী’ ছবিতে তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে। অন্যদিকে রাজ চক্রবর্তীর ব্যস্ততাও কম নয়—সদ্য শেষ করেছেন তাঁর আগামী ছবি ‘হোক কলরব’-এর শুটিং। এই ব্যস্ততার মাঝেই পরিবারকে সময় দিতেই বিদেশ সফরে পাড়ি দেন তাঁরা।

থাইল্যান্ডে ছুটির নানা মুহূর্ত ধরা পড়ে তাঁদের ক্যামেরায়। মা-মেয়ে বিকিনিতে নজর কাড়েন, আইসক্রিম হাতে আনন্দে মেতে ওঠে ইউভান। স্ত্রী ও সন্তানদের সুখী মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন রাজ। মধ্যরাতে থাইল্যান্ডের রাজপথে বর্ষবরণে মেতে ওঠেন ‘রাজশ্রী’ জুটি।

তবে ফেরার পথেই ঘটে যায় চরম উৎকণ্ঠার মুহূর্ত। চক্রবর্তী পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, মাঝ আকাশে আচমকা বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট তড়িঘড়ি বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তেই অন্যান্য যাত্রীদের সঙ্গে সপরিবারে প্রাণে বাঁচেন রাজ-শুভশ্রী। আতঙ্কে বিমানের ভেতরে কান্নাকাটি শুরু করেন অনেক যাত্রী।

বিপদ কাটতেই ফের কাজে মন দেন তারকা দম্পতি। শুভশ্রী ব্যস্ত তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারে। অন্যদিকে রাজ চক্রবর্তী উত্তর কলকাতায় শুরু করেছেন তাঁর আসন্ন সিরিজ ‘আবার প্রলয় ২’-এর শুটিং। জানা গেছে, বৃহস্পতিবার শুটিং শেষ হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় মুক্তি পেতে চলেছে ‘হোক কলরব’ ছবির ট্রেলার।

Share.
Leave A Reply

Exit mobile version